প্রকাশিত: Sun, Mar 31, 2024 11:56 AM
আপডেট: Tue, Apr 29, 2025 12:45 AM

ভারতের প্রতি সরকার নতজানু কেন, প্রশ্ন রিজভীর

রিয়াদ হাসান: [২] বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত চুক্তির পরেও বাংলাদেশিদেরকে হত্যা করছে ভারতের বিএসএফ, প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায় কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক একটু মাথা উঁচু করে কথা বলতে পারে না।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি কি পেয়েছেন তাদের (ভারত) কাছ থেকে? সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার তিস্তার পানি গঙ্গার পানি সেটাও আপনি পাননি। তার পরও এত নতজানু কেন?

[৪] শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে এক মানববন্ধনে এসব কথা বলেন রিজভী।

[৫] বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে কোনও প্রতিবাদ করতে পারেন না গলা তুলে কথা বলতে পারেন না। কিন্তু সাইফুল আলম নিরবরা কারাগারে থাকবে, যারাই আপনার গণতন্ত্রহীনতার বাক-স্বাধীনতার এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলবে- তাদের ঠিকানা হবে কারাগার। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ প্রতিনিয়ত ছোট করছে আমাদেরকে উইপোকার সাথে তুলনা করছে, প্রধানমন্ত্রী তার কোনও প্রতিবাদ করতে পারে না।

[৬] তিনি বলেন, ওয়ান ইলেভেনের সরকারকে আপনি (শেখ হাসিনা) কি বলেছিলেন আপনি বলেছিলেন? আপনার আন্দোলনের ফসল সেই সরকার আপনার নামে ১৫ টি মামলা দিয়েছিল ওই মামলাগুলো গেল কোথায়? সেই মামলাগুলো কি হাওয়া হয়ে উড়ে গেল? ওই মামলাগুলোতে যদি আপনার প্রত্যেকটিতে সাজা হতো, মিনিমাম ২০০ বছর হতো যদি দেশে ন্যায় বিচার থাকতো।

[৭] রিজভী আরও বলেন, জাতীয় রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৯ বিলিয়ন ডলার বলা হচ্ছে। কিন্তু আইইএমএফকে গোপনে একটি রিপোর্ট করতে হয় সেখানে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবেন সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে খেতে পারবে না প্রধানমন্ত্রী পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে? সম্পাদনা: সমর চক্রবর্তী